61ডুমুরিয়ায় ধ্র“ব’র উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ>>>
সাংবাদিক শেখ আব্দুস সালাম, চুকনগর ॥ ডুমুরিয়ায় বে-সরকারী মানব উন্নয়ন সংস্থ্যা ধ্র“ব’র উদ্যোগে দলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে শিক্ষার ভূমিকা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুকনগর ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধ্র“ব সংস্থ্যার নির্বাহী প্রধান প্রভাষক মিঃ উত্তম দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ বজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন, শিক্ষক সাধন কুমার মুখার্জী ও সাংবাদিক শেখ আব্দুস সালাম। আরো বক্তৃতা করেন প্রকল্প পরিচালক মিসেস রেখা মারিয়া বৈরাগী, লিগ্যাল এ্যাডভাইজার অপর্ণা রায়, শিক্ষা সমন্বয়কারী মুক্তি দাস, মিঃ আলোশিয়াস গাইন, শিবু পদ দাস, প্রকল্প সুপারভাইজার মোঃ মাসুম বিল্লাহ, ইন্দ্রজিত মন্ডল, মিস লাবনী খাতুন, কাকলী বৈদ্য, শায়লা শারমিন লাবনী প্রমুখ। শেষে দলিত ও সমাজের সুবিধা বঞ্চিত ১৫৯ জন পঞ্চম শ্রেণীর ছাত্রীদের মাঝে সংস্থ্যার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বই, খাতা, কলম, স্কুল ড্রেস ও টিউশন ফিস বিতরণ করা হয়। এছাড়া ধ্র“ব স্কুলের মোট ৭৯ জন শিক্ষকদের দক্ষতা অর্জনের লক্ষ্যে দিনব্যপী প্রশিক্ষণ দেয়া হয়।